ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ওপেনিংয়ে নেমে ৯ রান করে সাজঘরে সাকিব
অনলাইন প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৯ রান করে আউট হলেন সাকিব আল হাসান। দলীয় ২১ রানের মাথায় রাসেলের বলে ক্যাচ আউট হয়ে ১২ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরেন সাকিব।

শুক্রবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ।

ইনিংসের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রাখতে সক্ষম হয় বাংলাদেশ দল। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর আর লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 

শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান নিকোলাস পুরান ও রোস্টন চেজ। ২ রানে জীবন পাওয়া নিকোলাস পুরান ফেরেন ২৩ বলে এক চার ও ৪টি  দৃষ্টিনন্দন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪০ রান করে।

২৭ রানে লাইফ পাওয়া রোস্টন চেজ ফেরেন ৩৯ রানে। নিকোলাস পুরান ও রোস্টন চেজের ব্যাটিং তাণ্ডবের কারণেই ৭ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর