ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শারজাহকে কলম্বোর স্মৃতিতে রাঙাতে পারলেন না মাহমুদুল্লাহ
অনলাইন প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের জন্য ১ বলে ৪ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ তা নিতে পারলেন না। বাংলাদেশ হেরে যায় উইন্ডিজের কাছে। সেই সঙ্গে টুর্নামেন্টে সেমিফাইনালে উঠার স্বপ্নও শেষ হয়ে যায় বাংলাদেশের।

এর আগে কলম্বোতে নিদাহাস ট্রফির ফাইনালে উঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২ বলে দরকার ছিল ৬ রান। শ্বাসরুদ্ধকর মুহূর্তে ছক্কা মেরে দলকে ফাইনালে তুলেন মাহমুদুল্লাহ। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের শারজাহকে কলম্বোর স্মৃতিতে রাঙাতে পারলেন না মাহমুদুল্লাহ।

জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু মাহমুদুল্লাহ ও আফিফ হোসেন ৯ রানের বেশি নিতে পারেননি। শেষ মুহূর্তে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। ব্যাটিং প্রান্তে থেকে অধিনায়ক মাহমুদুল্লাহ কোনো রান নিতে পারেননি। বাংলাদেশ হেরে যায় উইন্ডিজের কাছে। সেই সঙ্গে টুর্নামেন্টে সেমিফাইনালে উঠার স্বপ্নও শেষ হয়ে যায় বাংলাদেশের।

এর আগে শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর