ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানকে ১৪৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল আফগানিস্তান
অনলাইন প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৪৮ রান।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় আফগানরা।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানে দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদের উইকেট হারায় আফগানরা। হযরতউল্লাহকে ফেরান ইমাদ ওয়াসিম। আর শেহজাদকে ক্যাচ তুলতে বাধ্য করেন শাহিন শাহ আফ্রিদি।

১৩ রানে ২ ওপেনারের উইকেট হারানো আফগানিস্তান এরপর দলীয় ৩৩ ও ৩৯ রানে হারায় আসগর আফগান ও রহমতউল্লাহ গুরবাজকে। দলীয় ৬৪ ও ৭৬ রানে ফেরেন করিম জানাত ও নজিবুল্লাহ জাদরান।

এরপর দলের হাল ধরেন গুলবাদিন নাঈব ও অধিনায়ক মোহাম্মদ নবী। সপ্তম উইকেটে ৪৫ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে গড়েন তারা। তাদের এই জুটিতে ভর করে ৬ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। 

দলের হয়ে ২৫ বলে ৪টি চার ও  এক ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন মোহাম্মদ নবী। আর ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন গুলবাদিন নাইব।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইমাদ ওয়াসিম। ২৫ রানে ২টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর