ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারাল দক্ষিণ আফ্রিকা
অনলাইন প্রতিবেদক

শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভের ম্যাচে শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ৬ উইকেট হারালেও ১ বল হাতে রেখে জয় তুলে নেয় প্রোটিয়ারা।

লক্ষ্য তাড়ায় নেমে ধীরস্থির শুরুর পর দুশমন্থ চামিরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন রিজা হেনড্রিকস (১১)। এর কিছুক্ষণ পর চামিরার বলেই কট অ্যান্ড বোল্ড হয়ে বিদায় নেন কুইন্টন ডি কক (১২)। এরপর ঘুরে দাঁড়ানোর পথেই ছিল প্রোটিয়ারা। কিন্তু অষ্টম ওভারের শেষ বলে অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন রাসি ফন ডার ডুসেন (১৬)।  

৪৯ রানে ৩ উইকেট হারানোর পর বাভুমা ও এইডেন মার্করামের ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। দুজনের জুটিতে আসে ৪৭ রান। তবে ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে হাসারাঙ্গার দারুণ এক ঘূর্ণিতে মার্করাম (১৯) বোল্ড হলে ফের চাপ বাড়ে। শেষ ৪ ওভারে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৪১ রান।  

১৭তম ওভারে চামিরার বলে বাভুমার ছক্কাসহ আসে ১০ রান। ফলে ১৮ বলে লক্ষ্য নেমে আসে ৩১ রানে। কিন্তু ১৮তম ওভারে হাসারাঙ্গার প্রথম বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে থাকা নিশাঙ্কার হাতে ক্যাচ তুলে দেন বাভুমা। ৪৬ বলে ঠিক ৪৬ রান করেই বিদায় নেন তিনি। পরের বলেই প্রিটোরিয়াসকে (০) রাজাপাকসের ক্যাচে পরিণত করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসারাঙ্গা।  

হ্যাটট্রিক পূর্ণ করার পরের বলেই রাবাদাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আবেদন করেন হাসারাঙ্গা। কিন্তু আম্পায়ার আবেদনে সাড়া দেননি। লঙ্কানরা অবশ্য রিভিও নিয়েছিল। কিন্তু সিদ্ধান্ত পাল্টায়নি। ওই ওভারটাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু মিলার সব পাল্টে দিলেন।

শেষ ১২ বলে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ২৫ রান। ১৯তম ওভারে রাবাদার ছক্কাসহ আসে ১০ রান। ফলে ফাইনাল ওভারে ১৫ রানের লক্ষ্য দাঁড়ায়। শেষ ওভারের দ্বিতীয় বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে লক্ষ্যটাকে ৪ বলে আটে নামিয়ে আনেন মিলার। পরের বলেই আবার ছক্কা। যা লঙ্কানদের ম্যাচ থেকেই ছিটকে দিল। শেষ বলে বাউন্ডারিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রাবাদা।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর