ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংলিশদের বোলিং তোপে ১২৫ রানে থামল অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে  ১২৫ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১২৬ রান করতে হবে ইংল্যান্ডকে।

শনিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে অজিরা।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে টপঅর্ডারের ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে ক্রিস ওকসের বলে ব্যক্তিগত এক রানে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। পরের ওভারে স্টিভেন স্মিথকে ফেরান ক্রিস জর্ডান।

ওকসের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন ইনফর্ম গ্লেন ম্যাক্সওয়েল। আর আদিল রশিদের বলে এলবি হওয়া মার্কাস স্টোইনিস শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন।

পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ইনিংস মেরামতের চেষ্টা করেন ম্যাথিউ ওয়েড। ৩৩ বলে ৩০ রানের এই জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন। ১৮ বলে ১৮ রান করা উইকেটরক্ষক-ব্যাটার ওয়েড জেসন রয়কে ক্যাচ দেন।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলেও অবশ্য দারুণ ব্যাটিং করে যান দলনেতা ফিঞ্চ। ষষ্ঠ উইকেট জুটিতে ফের তিনি অ্যাশটন অ্যাগারের সঙ্গে অসাধারণ জুটি গড়েন। এই জুটিতে ৩৬ বলে ৪৭ রান আসে। পরে টাইমাল মিলসের বলে ২০ রান করা অ্যাগার বিদায় নেন।

ইংলিশ পেসার জর্ডান নিজের শেষ হওয়া দারুণ এক স্পেল করেন। প্রথম দুই বলেই তিনি ফিঞ্চ ও ৩ বলে ১২ রান করা প্যাট কামিন্সকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। ফিঞ্চ ৪৯ বলে ৪টি চারে ৪৪ রান করেন।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ১৭ রানে ৩ উইকেট শিকার করেন। ২৩ রানে ২ উইকেট নেন ক্রিস ওকস। এছাড়া রশিদ, লিভিংস্টোন ও মিলস একটি করে উইকেট পান।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর