ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোহলিদের কঠিন পরীক্ষা
ক্রীড়া প্রতিবেদক

টানা তিন জয়ে পাকিস্তান এখন গ্রুপের শীর্ষে। ভারত ও নিউজিল্যান্ড আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড দুবাইয়ে আজ রাতে পরস্পরের মুখোমুখি হচ্ছে। দুই দলেরই ‘ডু অর ডাই’ ম্যাচ। জয়ী দল টিকে থাকবে সেমিফাইনালে উঠার লড়াইয়ে। পরাজিত দল ছিটকে পড়বে লড়াই থেকে। একইদিন আবুধাবিতে বিকালে মুখোমুখি হবে মোহাম্মদ নবী, রশিদ খানের আফগানিস্তান ও এরামুস, স্মিট, ডেভিড ওয়েইজের নামিবিয়া।

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই নাজেহাল হয় ভারত। কোহলির হাফসেঞ্চুরিতে ১৫১ রান করেও লড়াইয়ের ধারে কাছে যেতে পারেনি প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ১০ উইকেটের লজ্জাজনক হারের তিক্ত স্বাদ নেয়। ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ মিলিয়ে ১২ ম্যাচ পর পাকিস্তানের কাছে হেরেছে। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর সমালোচনায় এফোর-ওফোর হচ্ছে ভারত। সেই ধাক্কা সামলে ভারত আজ মরিয়া নিউজিল্যান্ডকে হারাতে। কোহলিদের মতো অবস্থা উইলিয়ামসনদেরও। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের অভিজ্ঞতা নিয়ে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে নামছে। সমীকরণের হিসেবে দুই দলকেই আজ জিততে হবে। এমন কঠিন সমীকরণের ম্যাচ আলাদা মাত্রা দিচ্ছে টি-২০ বিশ্বকাপকে। ভারত-পাকিস্তান ম্যাচ একপেশে ছিল। কিন্তু নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে উত্তেজনা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল।

আবুধাবিতে রশিদ খানের লেগ স্পিন, মুজিব উর রহমানের রহস্যময় অফ স্পিনের বিপক্ষে লড়তে হবে ওয়েইজ, জোনাথন স্মিটদের।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর