ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মনস্তাত্ত্বিক চাপে ক্যাচ মিস হতে পারে: হাবিবুল বাশার
অনলাইন ডেস্ক
হাবিবুল বাশার (ফাইল ছবি)

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৯টি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ‘নো’ বলে আরেকটি ছুটেছে সাকিব আল হাসানের হাত থেকে। এসব ব্যর্থতার জন্য চড়া মাশুলই দিতে হয়েছে দলকে।

ফিল্ডিংয়ের ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো একবার বলেছিলেন, হয়তো চাপের জন্য ক্যাচ ছুটছে ক্রিকেটারদের হাত থেকে। তার সঙ্গে একমত নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকা এই নির্বাচকের ধারণা, গুরুত্বপূর্ণ সময়ে মনস্তাত্ত্বিক চাপ সামলাতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা।

তিনি বলেন, “আমরা কিন্তু যথেষ্ট ফিল্ডিং অনুশীলন করি। যখন বড় কোনো আসরে আমরা নামি কিংবা দেশের মাটিতে খেলি, মনস্তাত্বিক চাপ নিতে পারাটা গুরুত্বপূর্ণ। এই চাপ অনেক সময়ই আমরা নিতে পারি না। আমাদের যারা ক্যাচ মিস করেছে, তারা কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার।”

“গুরুত্বপূর্ণ মুহূর্তের ওই চাপ নিতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে আমাদের বেশি কাজ করা উচিত। অনুশীলনে তারা কিন্তু যথেষ্টই কাজ করছে। ব্যাটিং কিংবা বোলিং অনুশীলন আলাদা হলেও ফিল্ডিং অনুশীলনটা কিন্তু সবাইকেই করতে হয়। সুতরাং সেদিকে আমি কোনো ঘাটতি দেখছি না। তবে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ নেওয়ার চাপ সামলানোর বিষয়টা আমাদের শিখতে হবে ভবিষ্যতে।”

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর