ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতকে গুঁড়িয়ে যা বললেন কিউই অধিনায়ক উইলিয়ামসন
অনলাইন ডেস্ক
কেন উইলিয়ামসন (ফাইল ছবি)

বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির ভারত। কিউইদের কাছে হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনাল ওঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১০ রান সংগ্রহ করে ভারত। ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘খেলায় আমরা সবসময় পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলাম। আমাদের ছেলেদের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে। আমরা গোটা ম্যাচজুড়ে ভারতের ওপর চাপ তৈরি করতে সক্ষম হয়েছি। এছাড়া ওপেনাররা যেভাবে পারফর্ম করে জয়ের পথে দারুণ এক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছে। আমাদের বোলিং আক্রমণে দুই স্পিনার ভারসাম্য এনেছে। আমি মনে করি দলের যৌথ ইউনিটটি (পেস-স্পিন) অসাধারণ ছিল। আমরা আমাদের প্রথম ম্যাচেও কিছু খুব ভালো লক্ষণ দেখেছি এবং আমরা সেটাই এই ম্যাচে কার্যকর করেছি।’

উইলিয়ামসন আরো বলেন, ‘দেখুন আপনি যদি এমন শক্তিশালী দলের বিপক্ষে সব সময় খেলেন, সেটা কাজে দেয়। ইশ শোধি একজন অসাধারণ টি-টোয়েন্টি বোলার, বিশেষ করে সাদা বলে দারুণ বল করে সে। দলের জয়ে সে একটি বড় ভূমিকা পালন করেছে। এই কন্ডিশনে স্পিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর