ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অবসরের কারণ জানালেন আসগর
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মাঝপথেই অবসর নিয়ে নিলেন আসগর আফগান। আফগানিস্তানের অন্যতম সেরা অধিনায়ক নামিবিয়া ম্যাচের পর আর আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলবেন না। কেন এমন সিদ্ধান্ত নিলেন আসগর? চোখ মুছতে মুছতে নিজেই কারণ জানালেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।

নামিবিয়ার বিরুদ্ধে ৩১ রানের ইনিংস খেলেন আসগর। গার্ড অব অনার দেওয়া হয় তাঁকে। ইনিংস শেষে আসগর বলেন, “তরুণদের সুযোগ দিতে চাই। আমার মনে হয় এটাই সেরা সময়। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, এখন কেন অবসর নিলাম। কিন্তু সেটা আমি ব্যাখ্যা করতে পারব না। শেষ ম্যাচে আমরা খুবই আশাহত হয়েছিলাম। তার পরেই অবসরের চিন্তা মাথায় আসে।”

২০০৯ সালে অভিষেক হয় আসগরের। অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ম্যাচ জয়ের সংখ্যায় টপকে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকেও। দীর্ঘ কেরিয়ারে বহু স্মৃতি। চোখে পানি নিয়ে আসগর বলেন, “প্রচুর স্মৃতি রয়েছে। আমার জন্য কঠিন, তবে অবসর তো নিতেই হবে।”

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর