ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টুইটে খোঁচা দিয়ে আফ্রিদি বোঝালেন, ‘ভারত শেষ’
অনলাইন ডেস্ক
বিরাট কোহলি ও শহিদ আফ্রিদি।ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এবারই ভারতকে হারায় পাকিস্তান। ১৫১ রান তাড়া করে পুরো ১০ উইকেটের এই জজের পর পাকিস্তানের কাছে প্রথম লজ্জায় পেল ভারত! তবে ভারকে যে আরও লজ্জার মুখে পড়তে হবে তা ভাবেনি বিরাট কোহলির দল। 

রবিবার রাতে ভারতকে দ্বিতীয়বার লজ্জায় ফেলে কিউইরা। ১১০ রানে আটকে রেখে ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় তারা। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর ভারতের পরিণতি নিয়ে হালকা খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। টুইটে তিনি বোঝালেন ‘ভারত শেষ।’

আফ্রিদি লিখেছেন, ‘ভারতের এখনো সেমিফাইনালে খেলার ক্ষীণ একটি সম্ভাবনা আছে। কিন্তু সেটা কীভাবে? চলতি ইভেন্টে (বিশ্বকাপে) তারা যেভাবে দুটি বড় ম্যাচে হেরেছে, তাহলে কীভাবে তারা সেমিতে খেলতে পারবে? মূলত মিরাকল ছাড়া সেমিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভারতের।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর