ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইংলিশদের বোলিং তোপে চাপে শ্রীলঙ্কা
অনলাইন প্রতিবেদক

বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ডের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে শ্রীলঙ্কা। দলীয় ১ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। এরপর দলীয় ৩৩ রান যোগ করতে হারায় আরও ২ উইকেট। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬.৩ ওভার শেষে ৩ উইকেটে ৪৮ রান। ইংলিশ স্পিনার আদিল রশিদ দু’টি উইকেট লাভ করেন।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান করে ইংল্যান্ড।   

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি ইংল্যান্ড। ওয়ানিন্দু হাসারাঙ্গার অসাধারণ বোলিংয়ে চাপে পড়ে দলটি। ওপেনার জেসন রয়কে ৯ রানে বোল্ড করার পর শূন্য রানে জনি বেয়ারস্টোকে ফেরান এই লেগস্পিনার। মাঝে দুশমন্থ চামিরার বলে বোল্ড হন ডেভিড মালান।

তবে চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। অধিনায়ক ইয়ান মরগানকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ১১২ রান করেন জস বাটলার। মরগান শেষ অবধি হাসারাঙ্গার তৃতীয় শিকারে পরিণত হলেও অবিচল থাকেন বাটলার। মরগান ৩৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন। দুর্দান্ত ব্যাটিং করা বাটলার ৬৭ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন।

হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট তুলে নেন। চামিরা পান একটি উইকেট।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর