ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শামীমের অভিষেক নিয়ে যা বললেন ডমিঙ্গো
অনলাইন ডেস্ক
শামীম হোসেন (ফাইল ছবি)

টি-২০ বিশ্বকাপে চাপ নিতে না পেরে একের পর ভুল করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যার কারণে টানা তিন ম্যাচ হেরে বেজে গেছে বিদায় ঘণ্টা। আজ সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

যুব বিশ্বকাপের পর এবার বড়দের বিশ্বকাপ মঞ্চ রাঙানোর সুযোগ পাচ্ছেন শামীম হোসেন। অবশ্য সুযোগটা আসতে পারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই। চোটের কারণে বাদ পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান।

তবে তার জায়গায় একাদশে সৌম্য সরকার। সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো জানান, তলপেটের চোট থেকে এখনো সেরে উঠেননি এই উইকেটরক্ষক। পাশাপাশি ব্যাকআপ হিসেবে একাদশের বাইরে থাকা শামীমের জায়গা হচ্ছে বলেও জানান তিনি।

শামীমের জাতীয় দলে অভিষেক হয়েছিল আরও আগেই। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর বিশ্বকাপ দলেও জায়গা পান তরুণ এই ক্রিকেটার।

রাসেল ডমিঙ্গো বলেন “সোহান আগামীকালের খেলার জন্য ফিট না। ব্যাকআপ ব্যাটার হিসেবে শামীম-সৌম্য রয়েছে। অবশ্যই এই দুই ব্যাটার কালকের একাদশে থাকবে।”

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর