ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আগামী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ: ডমিঙ্গো
অনলাইন ডেস্ক
রাসেল ডমিঙ্গো (ফাইল ছবি)

সুপার টুয়েলভের তিন ম্যাচ হেরে যাওয়াতে চলতি বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই মাহমুুদুল্লাহদের সামনে। টিম ম্যানেজম্যান্টের এখন চোখ পরের বিশ্বকাপে। যেটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায়। প্রথমে নির্বাচক হাবিবুল বাশার, পরে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো একই কথা বলেছেন।

আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারিয়ে সুপার টুয়েলভে জয়ের খাতা খুলতে চান টাইগারদের গুরু ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’

ডমিঙ্গো আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফলটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-টোয়েন্টিতে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজ জয় পেয়েছি। এখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দুটি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা অনুচিত ও কঠোর সিদ্ধান্ত হবে। আমি মনে করি দল সামনের দিকে বড় পদক্ষেপ রেখেছে। আমাদের খুব ভাল কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে বড় পারফরম করেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর