ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তান দলের ভেতরের অবস্থা জানালেন শোয়েব মালিক
অনলাইন ডেস্ক

ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে গ্রুপ-২ এ শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। মঙ্গলবার আবু ধাবিতে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। নামিবিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। এই ম্যাচের আগে দলের ভেতরের অবস্থা নিয়ে কথা বললেন শোয়েব মালিক।

তিনি বলেন, ‘ক্যাম্পে মনোবল তুঙ্গে। যখন আপনি জিততে থাকবেন, তখন ড্রেসিংরুমে আত্মবিশ্বাসের মাত্রা থাকবে উঁচুতে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে অধীর অপেক্ষায় প্রত্যেকে।’

ভারতের বিপক্ষে ম্যাচ জিতে শুরু করার কারণেই এত মনোবল মনে করছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার, ‘একটি বড় দলের বিপক্ষে যখন টুর্নামেন্ট শুরু হয় এবং ম্যাচটি জেতা যায়, তখন ড্রেসিংরুমে দারুণ আত্মবিশ্বাস কাজ করে।’

চিরপ্রতিদ্বন্দ্বী ও স্ত্রী সানিয়া মির্জার দেশ ভারতের টানা দুটি হার নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ মালিক, ‘আমরা শুধু নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবছি। অন্য দিকে তাকাচ্ছি না।’

এখন পর্যন্ত সব প্রতিকূলতা জয় করার যে মনোভাব সতীর্থদের মধ্যে দেখেছেন তাতে মুগ্ধ এই অলরাউন্ডার, ‘টুর্নামেন্ট শুরু করার সময় লক্ষ্য থাকে দল হিসেবে সেরাটা দেওয়ার। আমি দলে যোগ দেওয়ার পর থেকে পাকিস্তান দলের অনুশীলন সেশনে যা দেখেছি এবং যেভাবে তারা এখন পর্যন্ত সব চাপ সামাল দিচ্ছে, তা এক কথায় অসাধারণ।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর