ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আসা-যাওয়ার মিছিলে টাইগাররা
অনলাইন প্রতিবেদক

আসা-যাওয়ার মিছিলে মেতে উঠেছেন টাইগাররা। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ দল। 

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে টাইগাররা।

৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি। 

নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। ৩ রানে ফিরলেন রিয়াদও। আউট হওয়ার আগে ৮ বলে ৩ রান করেন রিয়াদ। এরপর ১ বলে ০ রানে ফিরেন আফিফ। এক পাশ আগলে রাখা লিটন ৩৫ বলে ২৪ রান রান করেন। অভিষেক ম্যাচে শামীম ২০ বলে ১১ রান করে আউট হন। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর