ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দক্ষিণ আফ্রিকাকে ৮৫ রানের টার্গেট দিল টাইগাররা
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকাকে সহজ টার্গেট দিল টাইগাররা। ১৮ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়। শঙ্কায় বাস্তব হলো। টাইগাররা ২০ ওভার খেলতে পারলেন না। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল। ৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি। 

নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপা পড়ে বাংলাদেশ। এরপর ৮ বলে ৩ রান করে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ।

আজ মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 

এখন জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে মাত্র ৮৫ রান। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর