ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৫ বছরে এমন লজ্জায় পড়েনি কোনো টেস্ট খেলুড়ে দেশ
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটের ১৫ বছরের ইতিহাসে আর কোনো টেস্ট খেলুড়ে দেশ একই বছরে তিনবার ১০০ রানের নিচে অলআউট হয়নি। আইসিসির প্রথম পূর্ণ সদস্য দেশ হিসেবে এই লজ্জার মুখে পড়ল বাংলাদেশ। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের সংগ্রহ আরও কম হতে পারত। শেষ দিকে শেখ মেহেদি হাসান ২৭ রান করায় কোনোমতে ৮৪ সংগ্রহ হয় বাংলাদেশের।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল, যা কি না টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর বাইরে আরও একটি বিব্রতকর রেকর্ডে নাম লেখালো বাংলাদেশ। এ বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে ৭৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। পরে দেশের মাটিতে মিরপুর স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে ঠিক ৭৬ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। আর এবার বিশ্বকাপের মঞ্চে গিয়ে তারা থামলেন ৮৪ রানে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 



এই পাতার আরো খবর