ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিরাটদের দুর্দশায় মজা লুটলেন স্কটল্যান্ডের কিপারও!
অনলাইন ডেস্ক

আইসিসি টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া আজ আফগানিস্তানের প্রতিপক্ষ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা বিরাট কোহলিরা। আর তিন ম্যাচের দু’টিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী আফগানিস্তান। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়। তারপরও আজ জিততেই হবে ভারতকে। বিরাটদের এমন দুর্দশায় মজা লুটলেন স্কটল্যান্ডের কিপার ম্যাথু ক্রসও!

মূলত নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলার ক্রিস গ্রিভেসকে এমনভাবেই উদ্বুব্ধ করেন স্কটল্যান্ডের উইকেটকিপার ম্যাথু ক্রস। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। শুরুটা দারুণ করলেও পঞ্চম ওভারে জোড়া উইকেট হারান কিউয়িরা। ৬.১ ওভারে আউট হয়ে যান ডেভন কনভয়ে। সেই সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটে ৫২ রান। 

সেই পরিস্থিতিতে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে স্কটল্যান্ড। সপ্তম ওভারে বল করতে আসেন গ্রিভেস। ৭.৩ ওভারে স্টাম্প মাইক্রোফোনে স্কটল্যান্ডের উইকেটকিপার ম্যাথুকে বলতে শোনা যায়, ‘পুরো ভারত তোমার পিছনে আছে, গ্রিভো’। তবে শেষ রক্ষা হয়নি, অল্পের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় স্কটল্যান্ড। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কিউইরা। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে স্কটিশদের ইনিংস।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর