ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জয়ের দেখা পেল ভারত
অনলাইন প্রতিবেদক

টানা দুই ম্যাচে হারের পর গত ৩১ অক্টোবর ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা হেডলাইন করে ‘শেষ চারে যেতে কোহলিদের তাকিয়ে থাকতে হবে তিন দুধের শিশুর দিকে’। শেষ তিন ম্যাচে ভারত খেলবে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। তুলনামূলক কম শক্তিশালী এই তিন দলকে ‘হেয়’ করে আনন্দবাজার পত্রিকা হেডলাইন করেছিল ‘দুধের শিশু’। 

আজ বুধবার আবুধাবিতে এই ‘দুধের শিশু’ আফগানিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেল ভারত। ভারতের দেওয়া ২১১ রানের টার্গেট তাড়া করে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ করতে সক্ষম হয়। ফলে ৬৬ রানে জিতল ভারত। ফলে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল কোহলির দল।

করিম জানাত ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। আশরাফ নট-আউট থাকেন ২ রান করে। শামি ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। হার্দিক ২ ওভারে ২৩ রান খরচ করেছেন। কোনো উইকেট পাননি।

 

১৮.৩ ওভারে শামির বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা রশিদ খান। ১ বল খেলে খাতা খুলতে পারেননি রশিদ। আফগানিস্তান ১২৭ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শরাফুদ্দিন আশরাফ। ১৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৩০/৭। করিম ১৮ বলে ৩০ রান করে ব্যাট করছেন।

১৮.১ ওভারে শামির বলে জাদেজার হাতে ধরা পড়েন মুহম্মদ নবি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৩৫ রান করেন নবি। 

এর আগে আফগান বোলারদের পিটিয়ে নিজেদের ক্ষমতা জাহির করেন রোহিম শর্মা ও লোকেশ রাহুলরা। তারা উদ্বোধনী জুটিতে ৮৯ বলে করেন ১৪০ রান। ৪৭ বলে ৮টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭৪ রান করে আউট হন ওপেনার রোহিত শর্মা। ৪৮ বলে ৬টি চার ও দুটি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। তারা মাত্র ২১ বলে ৬৩ রানের জুটি গড়েন। ১৩ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। আর ১৩ বলে এক চার আর তিন ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর