ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে ফেরা হচ্ছে না নিষিদ্ধ সেই আম্পায়ারের
অনলাইন ডেস্ক
মাইকেল গফ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার জৈব বলয় ভাঙার ঘটনা সামনে এল। তবে কোনও ক্রিকেটার নয়, এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন আম্পায়ার মাইকেল গফ। স্বভাবতই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখেছে আইসিসি। তাই ইংল্যান্ডের এই আম্পায়ারকে ছয় দিনের জন্য নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন এই আম্পায়ার।

জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে কারও অনুমতি ছাড়াই হোটেল থেকে বাইরে গিয়েছিলেন গফ। এ কারণে ২৮ অক্টোবর থেকে তাকে ছয় দিনের জন্য নিষিদ্ধ করে আইসিসি। মঙ্গলবার শেষ হওয়া নিষেধাজ্ঞার পর তিনি কাজে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। প্রাথমিকভাবে তাকে ৬ দিনের জন্য নিষিদ্ধ করা হলেও এবার জানা গেল, জৈব-সুরক্ষা বলয় ভেঙে শাস্তি পাওয়া এই ইংলিশ আম্পায়ারকে বিশ্বকাপ থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। 

কীভাবে মাইকেল গফ এমন কান্ড ঘটালেন সেটা অবশ্য প্রকাশ করেনি আইসিসি। তবে এক ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, গত শুক্রবার জৈব সুরক্ষা বলয় ভেদ করে কারও অনুমতি ছাড়াই হোটেলের বাইরে চলে  থেকে বের হয়ে যান গফ। এমনকি বাইরে গিয়ে বলয়ের বাইরে থাকা কয়েক জন বন্ধুর সঙ্গে দেখা করেন এই আম্পায়ার। আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল ৪১ বছর বয়সী এই আম্পায়ারের। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর