ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে ভারত
অনলাইন প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

স্কটিশদের বিপক্ষে ভারতীয় একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন বরুণ চক্রবর্তী। অন্যদিকে স্কটল্যান্ড নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এদিকে, গ্রুপ দুইয়ে দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে হারিয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে কিউইরা। 

অন্যদিকে, ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পাকিস্তান। এছাড়া ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আফগানিস্তান। আর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে ভারত। 

ভারত যদি নিজেদের শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয়লাভ করে, অন্যদিকে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তারে পয়েন্ট সমান ৬ হবে। তখন রান রেটে এগিয়ে থাকা দলটি পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠে যাবে। 

তবে নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে ভারত শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও কোনো কাজ হবে না। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড। 

অন্যদিকে টানা ৩ হারে স্কটল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর