ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তান নিয়ে পোস্ট মুছে দিলেন শাহরিয়ার নাফীস
অনলাইন ডেস্ক
শাহরিয়ার নাফীস। ফাইল ছবি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্স করায় বাংলাদেশের সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। মার্ক ওয়াহ বাংলাদেশের ব্যাটিংকে বলেছেন, ‌‘থার্ড ক্লাস’। এর আগে ওয়াসিম আকরাম সমালোচনা করেন লিটন দাসের। তাকে দল থেকে বাদ দিতে বলেছিলেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকও বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করেছেন। 

সাবেক অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস এসব সমালোচনার জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘পাকিস্তান দল এখন যেমন খেলছে তা সত্যই প্রশংসার দাবিদার। কিন্তু পাকিস্তানি কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, স্যার আপনাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবার দরকার নেই।’ 

এই পোস্ট দেখে হামলে পড়েন এক শ্রেণির ক্রিকেট সমর্থক। তারা নাফীসকে যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে নাফীস সেই পোস্ট মুছে ফেলেন। এরপর শুরু হয় তার অন্য পোস্টগুলোতে পাকিস্তান প্রেমীদের আক্রমণ।

যেমন সৈয়দ মোহাম্মদ বকর নামের একজন লিখেছেন, ‘স্ট্যাটাস দিয়ে রেখে দেওয়ার কলিজা হয় না। তারা আবার এদেশের ক্রিকেট উপরে নিয়ে যাবে।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

   



এই পাতার আরো খবর