ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতকে ফাইনালে চান শোয়েব আখতার
অনলাইন ডেস্ক

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। চলতি আসরের সুপার টুয়েলভেই থেমে যেতে পারে শক্তিশালী ভারতের অভিযাত্রা। নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারালেই শেষ বিরাট কোহলিদের সেমিফাইনাল স্বপ্ন। এজন্য সমগ্র ভারতবাসী আফগানিস্তানকেই সমর্থন দিচ্ছে। 

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও নিশ্চই আফগানিস্তানের পক্ষে থাকবেন। কারণ তিনি চান, ভারত ফাইনালে উঠুক এবং ফের পাকিস্তানের মুখোমুখি হোক।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘অনেক লোক বলছে যে নিউজিল্যান্ড (আফগানিস্তানকে হারিয়ে) ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিক। আমি নিউজিল্যান্ডের পক্ষে কথা বলতে পারি না, আমি শুধু আশা করছি যে পাকিস্তান শীর্ষে (গ্রুপ-২ এর) থাকুক। বাকি ফল কী হবে সেটা নিয়ে ভাবছি না।’

তিনি আরও বলেন, ‘যদি স্কটল্যান্ডকে তারা হারায়, গ্রুপের শীর্ষে থাকবে। কার বিপক্ষে খেলা হবে সেটা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আমি চাই, যেমনটা আগে বলেছিলাম যে ভারতের বিপক্ষে কেন একটা ম্যাচ হবে? আবারও ফাইনালে কেন নয়? আর (ভারত বনাম পাকিস্তান) ফাইনাল সম্ভব। আমার মতে, ভারতের ভালো সুযোগ আছে। এখন এটা নির্ভর করছে আফগানিস্তান ভারতকে ফেরাতে পারবে কি না (সেমিফাইনাল)।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর