ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারতকে ১৩৩ রানের লক্ষ্য দিল নামিবিয়া
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৩২ রান সংগ্রহ করে নামিবিয়া। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৩৩ রান।

সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩২ রান করে নামিবিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করে নামিবিয়া। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বিশ্বকাপের নবাগত দল নামিবিয়া।

পঞ্চম উইকেটে অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে সঙ্গে নিয়ে ২০ বলে ২৫ রানের জুটি গড়েন ডেভিড ভিস। দলীয় ৭২ রানে আউট হন গেরহার্ড ইরাসমাস। তার আগে ২০ বলে মাত্র ১২ রান করার সুযোগ পান।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে ইনিংস গুটায় নামিবিয়া দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড ভিস।

ভারতের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন জাদেজা ও অশ্বিন। এছাড়া জাসপ্রিত বুমরাহ ১৯ রানে নিয়েছেন দুইটি উইকেট।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর