ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ দলের ভরাডুবির কারণ খুঁজতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্সের পেছনের কারণ খুঁজতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। বোর্ডের গঠিত সেই তদন্ত কমিটিতে আছেন বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুস।

বাছাই পর্বের বাধা পেরিয়ে মূলপর্বে ওঠা বাংলাদেশ হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। অর্থাৎ সুপার টুয়েলভ পর্বের পাঁচ ম্যাচে হেরে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরে বাংলাদেশ দল। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিশ্বকাপ বহরে থাকা খেলোয়াড়, টিম ম্যানেজম্যান্ট এবং অন্যান্য স্টেকহোল্ডার যেমন-দর্শক, মিডিয়া কিংবা স্পন্সর-প্রয়োজনে সবার সঙ্গে কথা বলে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করবে এই কমিটি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর