ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেখে নিন বিশ্বকাপ সেমিফাইনালে কারা থাকছেন আম্পায়ার
অনলাইন ডেস্ক
কুমার ধর্মসেনা ও মারাইস এরাসমাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল বুধবার মাঠে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তার পরদিন বৃহস্পতিবার মাঠে নামছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচ বুধবার অনুষ্ঠিত হবে আবুধাবিতে বাংলাদেশ সময় রাত আটটায়। দ্বিতীয় ম্যাচ হবে বৃহস্পতিবার দুবাইতে একই সময়ে অনুষ্ঠিত হবে।

এদিকে, সেমিফাইনালে দায়িত্বরত আম্পায়ারদের নাম জানিয়েছে আইসিসি।

আবুধাবিতে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন। অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমাস ও কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার থাকবেন পল রাইফেল।

পরদিন দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচে ম্যাচ রেফারি থাকছেন জেফ ক্রো। অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড কেটেলবোরো ও ক্রিস গাফানি। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ।

সেমিফাইনালে জেতা দুই দলকে নিয়ে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে আগামী ১৪ নভেম্বর। দুই সেমিফাইনাল শেষে জানানো হবে ফাইনালে ম্যাচ অফিসিয়াল হিসেবে কারা থাকছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর