ঢাকা, সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

হকি ও গলফের পাঠেই ভয়ঙ্কর বাটলার!
অনলাইন ডেস্ক
জস বাটলার

তার রিভার্স সুইপ থেকে স্কুপ শট মুগ্ধ করেছে ক্রিকেটবিশ্বকে। পাশাপাশি বিশাল সব ছক্কা দেখে বিস্মিত ক্রিকেট ভক্তরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এখন পর্যন্ত চলতি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছয়ও মেরেছেন তিনি। ১৩টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। এক সেঞ্চুরিসহ তিনি করেছেন ২৩৪ রান।

কেন জস বাটলার এতটা ভয়ঙ্কর? তার সাফল্যের রসায়নটাই বা কী?

ইংল্যান্ড ওপেনারের উত্থান কাছ থেকে দেখেছেন তার উঠতি বয়সের দুই কোচ। টনটনে বাটলারের স্কুলের কোচ ফিল লুইস এবং সমারসেটে আসার পরে জেসন কের। দু’জনের কাছে রয়েছে বাটলার-রহস্যের চাবিকাঠি। 

মঙ্গলবার ইংল্যান্ড থেকে জেসন জানান, ‘বাটলারের কব্জি যে রকম শক্তিশালী, তেমনই নমনীয়। তাই কব্জির মোচড়ে মাঠের বিভিন্ন প্রান্তে বল পাঠাতে সমস্যা হয় না। এমনকি রিভার্স সুইপ বা স্কুপ শটেও শক্তিটা ব্যবহার করতে পারে।’’ 

এই শটই কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে নিউজিল্যান্ডের কাছে।

এই শক্তিশালী কব্জির নেপথ্যের রহস্যটাও ফাঁস করলেন সমারসেটের প্রধান কোচ। জেসন বলেন, ‘‘ছোটবেলা থেকে হকি, গলফ, রাগবি, ফুটবল-সব রকমের খেলাতেই দক্ষ ছিল বাটলার। হকি, গলফ খেলার সুবাদে ওর কব্জি যেমন শক্তিশালী হয়েছে, তেমনই নমনীয় থেকে গেছে।’’

প্রাক্তন দুই কোচ মুগ্ধ বাটলারের দক্ষতায়। তারা জানান,‘‘ছোটবেলা থেকে নানা খেলায় পারদর্শী ছিল বাটলার। পুরোদস্তুর অ্যাথলিট। তাই উইকেটকিপিং বলুন বা মাঠের যে কোনো জায়গায় ফিল্ডিং, সব কিছুই দারুণ দক্ষতার সঙ্গে করে।’’

নিজেদের শটের জোর বাড়ানোর জন্য এখন নানা ধরনের প্রস্তুতি নেন ক্রিকেটারেরা। সমারসেটেরই টম ব্যান্টন যেমন ভারী বলে ব্যাট করতেন। ওই বলে ছয় মারতে পারলে সাধারণ বলে বড় হিট নেওয়াটা সহজ হয়ে যায়। জানা যাচ্ছে, বাটলার নিজেও একটা বিশেষ পদ্ধতি নিয়েছিলেন শটের শক্তি বাড়াতে। বক্সিংয়ের পাঞ্চিং ব্যাগ ক্রমাগত ব্যাট দিয়ে মারতেন। বক্সার যে ভাবে পাঞ্চিং ব্যাগে ঘুসি মেরে শক্তি বাড়ান, বাটলার তেমন করে নিজের কাঁধের শক্তি বাড়াতেন। যাতে ক্রিকেট বল গ্যালারিতে পাঠাতে পারেন।

বাটলার সমারসেটে খেলার সময় তাকে দেখার অভিজ্ঞতা থেকে জেসন বলছিলেন, ‘‘ওর সবচেয়ে বড় গুণ হল, দ্রুত শিখতে পারে। আর সব সময় শেখার চেষ্টাটা আছে।’’ 

যে কারণে দ্রুত নিজেকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন ইংল্যান্ডের এই ব্যাটার। স্পিনের বিরুদ্ধে বাটলারের অন্যতম অস্ত্র হল সুইপ এবং রিভার্স সুইপ।

সূত্র: আনন্দবাজার।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর