ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানের ভালো পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলাম: হেইডেন
অনলাইন ডেস্ক
পাকিস্তান দল

বাবর আজমদের এমন দারুণ পারফরম্যান্সের কারণ হিসেবে ইসলাম ধর্ম প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন ব্যাটিং কোচ ম্যাথু হেইডেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

তিনি বলেন, ‘পাকিস্তান দলকে সংঘবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

চলমান আসরে দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। দলটির ব্যাটিং কোচ জানান আফ্রিদি একাই পারেন একটি দলের ব্যাটিং লাইন-আপ ধ্বংস করে দিতে। পাকিস্তানের এমন দারুণ স্কোয়াড নিয়ে খুশি হেইডেন।  

তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দল বিশ্বের যে কোনো দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখাতে পারে। ’

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া কঠিন হবে মানছেন হেইডেন। দুই যুগের বেশি সময় অজিদের হয়ে খেলা এ ক্রিকেটার জানান, বিশ্বকাপে আসলে অস্ট্রেলিয়া ভয়ঙ্কর হয়ে ওঠে। সাবেক ক্রিকেটার হিসেবে দলটি সম্পর্কে ভালোই জানা আছে তার।  

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।



এই পাতার আরো খবর