ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাবর আজমদের খেলা নিয়ে গর্বিত হওয়া উচিত: ইমরান খান
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেট এক বলের খেলা। শাহিন শাহ আফ্রিদির ১৯তম ওভারে হাসান আলি ক্যাচ না ফেললে হয়তো রবিবার ফাইনাল খেলত পাকিস্তান। কিন্তু একটি ক্যাচ ফেলার পরেই পাল্টে গেল সব কিছু। 

উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড পর পর তিনটি ছয় মেরে ফাইনালে তুলে দিলেন অস্ট্রেলিয়াকে। সেমিফাইনাল থেকে পাকিস্তান ছিটকে গেলেও আক্ষেপ নেই দেশটির সাবেক তারকা ক্রিকেটার প্রধানমন্ত্রী ইমরান খানের।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতে, বাবর আজমরা গর্বিত করেছেন দেশকে। 

টুইট করে ইমরান লেখেন, ‘বাবর আজম এবং ওর দল কীসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমি জানি। বহু বার আমাকেও মাঠে এমন হতাশার সম্মুখীন হতে হয়েছে। যে ধরনের ক্রিকেট তোমরা খেলেছ তাতে গর্বিত হওয়া উচিত। জয়ের পর যে বিনয় তোমরা দেখিয়েছ তা গর্বিত করার মতো। অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা।’

লিগ পর্বে সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। বাবরদের নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিলেন ইমরান খানরা। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯তম ওভারে খেলা ঘুরে যায়। পর পর তিনটি ছয় মেরে অস্ট্রেলিয়াকে জেতান ম্যাথু ওয়েড। তাতেই হৃদয় ভাঙে পাকিস্তানের।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর