ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাবরের অধিনায়কত্বের ভুল দেখছেন জহির খান
অনলাইন ডেস্ক
ভারতের সাবেক পেসার জহির খান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে গেছে উড়তে থাকা পাকিস্তান। ম্যাচের শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। আগে ব্যাটিং করে লড়াকু পুঁজিও গড়েছিল। কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয়।

ম্যাচটি হারের পর পেসার হাসান আলি এবং শাহিন আফ্রিদিকে অনেকেই দোষারোপ করছেন। আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে হাসানের হাত থেকে ওয়েডের ক্যাচ পড়ে যায়, এরপর টানা তিন বলে তিন ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন ওয়েড।

কিন্তু হারের পেছনে হাসান কিংবা আফ্রিদি নন, বাবরের অধিনায়কত্বের ভুল বেশি চোখে পড়ছে ভারতের সাবেক পেসার জহির খানের।

ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে জহির বলেন, ‘আমার মনে হয়েছে, বাবরের উচিত ছিল শাহিন শাহ আফ্রিদিকে ১৭ ও ১৯তম ওভারে বোলিংয়ে আনা। ওই জায়গাতেই ভুল হয়ে গেছে, বোলার হিসেব করে ওভার বাঁচিয়ে রাখা, সেগুলো কীভাবে কাজে লাগাবে, সেটি ঠিক করা।’

জহির খানের বিশ্লেষণ বলছে, শাহিনের তৃতীয় ওভারটা আগেভাগেই করিয়ে ফেলেছেন বাবর (১৫তম ওভার)। বাবর শুরু করল রউফকে দিয়ে (১৪তম ওভার), এরপর শাহিনকে একটু আগেভাগেই নিয়ে আসে। ও যদি সেটা একটু পরে করত, মাঝে হাসানকে দিয়ে বোলিং করিয়ে নিত, তাহলে ম্যাচটার গতিপথ হয়তো বদলে যেত। কারণ, তখন ওর হাতে ম্যাচের শেষ দিকে ওর মূল বোলারের (শাহিন) ১২টি বল বাকি থাকত।’

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর