ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফাইনালের আগে পরিকল্পনা ফাঁস করলেন ল্যাঙ্গার!
অনলাইন ডেস্ক

ক্রিকেটের বাইশ গজে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৫টি শিরোপা জিতেছে তারা। অথচ, সেই দলটিই কি না টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি এখনও। এবারের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই অধরা শিরোপা ঘরে তুলেতে চায় অজিরা।

নিউজিল্যান্ডকে ফাইনালে হারের জন্য কী ফর্মুলা তৈরি করছে অস্ট্রেলিয়া? কোচ জাস্টিন ল্যাঙ্গার আগে থেকেই সেই পরিকল্পনার কিছু অংশ ফাঁস করে দিলেন মিডিয়ার সামনে। ল্যাঙ্গার বলেন, ‘আমাদের ইতিহাস কত সমৃদ্ধ! এই একটি শিরোপাই শুধু অধরা। চক্রটা পূরণ করতে পারলে দারুণ হবে। তবে সেটা আপনাকে অর্জন করে নিতে হবে। ইতিহাস আপনার হয়ে ব্যাটিং-বোলিং করবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেট ইতিহাস বেশ পরিপূর্ণ। এমন গৌরবময় ইতিহাস বিশ্বের কোনও ক্রিকেট দলের নেই। তবে আমাদের একটা ট্রফিই অধরা রয়ে গেছে। সেটা হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটা জিততে পারলে সত্যিই খুব ভালো লাগবে।’

ল্যাঙ্গার জনান, ফাইনালে নির্ভীক ও আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি এ টুর্নামেন্ট জিততে চাই, তাহলে ফাইনালে আমাদের নির্ভীক এবং আক্রমণাত্মকভাবে ব্যাট করতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি ফাইনালেও তা চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে, আমরা প্রথমে ব্যাট করি বা বোলিং- উভয় পরিস্থিতিতেই জিততে পারি।’ জয়ের ইচ্ছাটাকেই বড় করে দেখছেন অজি কোচ। 

তিনি বলেন, ‘জয়ের জন্য আপনার সেই মেজাজ থাকতে হবে। দলের ভেতরের পরিবেশ শান্ত। ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত খেলোয়াড়রা। তাদের মধ্যে এখন ভালো আত্মবিশ্বাস আছে এবং তারা সবাই ভালো বোধ করছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর