ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপেও ভারতকে ভুগতে হবে, আকাশ চোপড়ার ইঙ্গিত
অনলাইন ডেস্ক

তারকা ও নির্ভরযোগ্য পেসার যশপ্রীত বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না। তার জায়গায় অন্য কাউকে নিতেই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। যদিও এখনও বোর্ড কারও নাম ঘোষণা করেননি। মানে জানা যায়নি বুমরার জায়গায় কাকে নেওয়া হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

তবে শোনা যাচ্ছে বুমরার জায়গায় আসতে পারেন আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামী। তবে সে খবর এখনও গুঞ্জন। শামীকেও এশিয়া কাপে খেলায়নি ভারত। আর অধিনায়ক রোহিত শর্মা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন অদূরদর্শী সিদ্ধান্তে চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

এক টুইটে আকাশ লিখেছেন, ‘বুমরা ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়া কাপে খেলতে পারেননি... এবং সেখানে বুমরার জায়গায় শামীকে দরকার ছিল। অন্তত শামীকে এশিয়া কাপে রাখা দরকার ছিল। ভারত গিয়েছিল মাত্র ৩ জন ফাস্ট বোলার নিয়ে, এর মূল্যও দিতে হয়েছে।’

এমন টুইটে আকাশ বলতে চেয়েছেন বিশ্বকাপেও যদি একই ভুল করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তবে তাদেরকে নিশ্চিত ভুগতে হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর