ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকলাইনের দক্ষতা নেই: শোয়েব আখতার
অনলাইন ডেস্ক
সাকলাইন মুস্তাক (বামে) ও শোয়েব আখতার (ডানে)

১৭ বছর পর পাকিস্তান সফরে এসে সাত ম্যাচের লম্বা সিরিজে শেষ হাসিটা হেসেছে মঈন আলীর ইংল্যান্ড। সিরিজের সপ্তম ম্যাচে নামার আগে হিসেবটা ছিল ৩-৩ সমতায়। রবিবার (২ অক্টোবর) লাহোরে সিরিজ জয়ের ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তানকে ২১০ রানের টার্গেট দেয় ইংলিশরা। শানের ৫৬ রানে ভর করে ২০ ওভারে ১৪২ রানে থামে পাকিস্তান। ফলে ৬৭ রানের বড় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংলিশরা।

ঘরের মাঠে এমন ব্যর্থতার পর পাকিস্তান দলের ওপর চটেছেন দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার। শেষ ম্যাচে ভরাডুবির পর নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা দেখছেন না শোয়েব। তারকা পেসারের মতে, বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে পারে পাকিস্তান। এছাড়া একসময়ের সতীর্থ সাকলাইন মুস্তাকেরও সমালোচনা করেছেন সাবেক তারকা।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘সাকলায়েন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না, কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনো ধারণা আছে। আমার মনে হয় না এখানে তার দক্ষতা আছে।’

শোয়েব আরও যোগ করেন, ‘পাকিস্তানের মিডল-অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল-অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না, যদি আপনি সেটা জিততে চান। এটা খুব দুঃখজনক।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর