ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়বে পাকিস্তান, শঙ্কা শোয়েবের
অনলাইন ডেস্ক
শোয়েব আকতার।

নিজেদের মাটিতে ইংল্যান্ডের কাছে ৪-৩ ব্যবধানে টি-২০ সিরিজ হেরেছে পাকিস্তান। শেষ ম্যাচে ৬৭ রানে হারের পর পাকিস্তান দলকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আকতার। তার ভয়, প্রথম রাউন্ডেই না বাদ পড়ে বাবর আজমের দল।

শোয়েব আকতার তার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপের সমালোচনা করে বলেন, আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। দলের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।

বিশ্বকাপের দল ঘোষণায় নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ও কোচ সাকলাইন মুশতাককে নিয়ে সমালোচনা করেছেন শোয়ে। তিনি বলেন, সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনও পরিবর্তন আনেনি। 

প্রথমে ওয়াসিমকে নিয়ে তিনি বলেন, যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়।

এরপর সাকলাইনকে ধুয়ে দিলেন তিনি, সাকলাইন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনও ধারণা আছে। আমার মনে হয় না এখানে তার দক্ষতা আছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর