ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ১৬ অক্টোবর থেকে বাছাইপর্বের ম্যাচ শুরু। অস্ট্রেলিয়ার সাতটি শহরে এ টুর্নামেন্ট চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের খেলা দেখতে এরই মধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকিট কিনেছেন।

এরমধ্যে বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। আগামী ২২ অক্টোবর ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দল। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২১ আসরের চ্যাম্পিয়ন অজি এবং রানার্স-আপ কিউইদের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে আসন্ন বিশ্বকাপের সুপার টুয়েলভে।

এরই মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। আগামী ২৩ অক্টোবর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়বে তারা। ওই মহারণের টিকিট ছাড়ার ১৫ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। 

এছাড়া আগামী ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই দিন একই ভেন্যুতে লড়বে ভারত এবং প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ রানার্স-আপ দল। এদিন এক টিকিট দিয়েই সেই দুই ম্যাচের খেলা দেখা যাবে। স্বাভাবিকভাবেই ডাবল হেডারের ওই দুটি ম্যাচের সব টিকিট বিক্রিও শেষ হয়ে গেছে।

১৬টি দলের টুর্নামেন্টে দর্শক চাহিদার শীর্ষে আছে ভারত, পাকিস্তান ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিট। 

টিকিট বিক্রিতে দর্শক সাড়া পেয়ে দারুণ খুশি আয়োজকেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট। এই রোববার গিলংয়ে টুর্নামেন্টের প্রথম দিন এবং পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথম দিনের খেলা দেখতে দর্শকেরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি ক্রিকেট দেখাটা দারুণ হতে যাচ্ছে।’

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর