ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাকিস্তানের বিপক্ষে লড়াই, যা বললেন রোহিত
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরইমধ্যে এই আসরে অংশ নেওয়া প্রায় সবদলই পৌঁছে গেছে ক্যাঙ্গারু রাজ্যে। সেখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ভারতের অধিনায়ক রোহিত শর্মাও মেলবর্নে আইসিসির সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানেই তিনি কথা বলেন পাকিস্তানের বিপক্ষে তাদের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে।

রোহিত বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাকে বুঝি কিন্তু তবে এটাকে সবসময় আলোচনায় রাখার দরকার নেই এবং নিজেদের ওপর চাপ বাড়ানোরও কোনো দরকার নেই। যখন আমাদের পাকিস্তানের খেলোয়াড়দের সাথে দেখা হয়, তখন আমরা তারা কেমন আছে, তাদের পরিবার কেমন আছে সে নিয়ে কথা বলি। কী ঘটছে আমরা সে নিয়ে কথা বলি, জীবন কেমন চলছে, তারা কোন নতুন গাড়ি কিনেছে কিংবা তারা নতুন কী কিনতে যাচ্ছে এসব।’

রবিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। আর ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুলেভ বা বিশ্বকাপের মূলপর্বের লড়াই। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আয়োজক দেশ অস্ট্রেলিয়া। আর ২৩ অক্টোবর মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে আছে ভারত-পাকিস্তানের মহারণ। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর