ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আমিরাত
অনলাইন ডেস্ক

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- দুই সংস্করণ মিলিয়ে সাত বছর পর বিশ্বকাপে ফিরেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের বর্তমান দলটির একজন ছাড়া বাকি সবাই প্রথমবার খেলবেন বৈশ্বিক আসরে। 

ভিক্টোরিয়ার জিলংয়ে রবিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছে আমিরাত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। 

এর আগে আমিরাতের টপ অর্ডার ব্যাটসম্যান চিরাগ সুরি প্রত্যয়ী কণ্ঠে বললেন, অস্ট্রেলিয়া আসরে নিজেদের ছাপ রাখতে চান তারা। 

ডাচদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে চিরাগ বলেন, দীর্ঘ অপেক্ষার পর বৈশ্বিক আসরে সুযোগ পেয়ে রোমাঞ্চের দোলা অনুভব করছেন তারা। 

“আমি মনে করি ছেলেরা অস্ট্রেলিয়ায় এসে বেশ রোমাঞ্চিত। ছেলেদের জন্য এটি স্বপ্নের চেয়ে কম কিছু নয়। তারা খুবই রোমাঞ্চিত। কিছুটা স্নায়ু চাপেও ভুগছে। এটি বড় টুর্নামেন্ট। এই ধরনের সুযোগ সবসময় আসে না। আমাদের জন্য অবশ্যই এটি ভালো মঞ্চ এবং আমরা অধীর হয়ে অপেক্ষা করছি।”

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর