ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তবুও সাব্বিরের বড় গলা!
অনলাইন প্রতিবেদক

নক্ষত্রদেরও মরে যেতে হয়। কথা সত্য ও বাস্তব। তবে কেউ তো আছেন নক্ষত্র হওয়ার আগেই মরে যান। সাব্বির রহমানও তেমন কথিত উদীয়মান নক্ষত্র ছিলেন, যিনি আলো দেওয়ার আগেই নিজের নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দল থেকে ছিটকে গেছেন।

ক্রিকেটের চেয়ে তিনি বেশি আলোচনায় থেকেছেন নানারকম অখেলোয়াড়সুলভ কর্মকাণ্ড ঘটিয়ে। সেই সাব্বির বহু ঘাটের জল খেয়ে এবারের এশিয়া কাপের দলে ডাক পেয়েছিলেন। এমনকি কোনো রকম পারফর্ম্যান্স না করেই। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনও করানোর স্বপ্নও দেখেছিল বিসিবি। তবে সে আশায় গুড়েবালি! ব্যাট হাতে জ্বলতে পারেননি সাব্বির, হতে পারেননি ছাই থেকে জন্ম নেওয়া ফিনিক্স পাখি।

জাতীয় দলের বাইরে থাকা অবস্থায়ও সাব্বির ঘরোয়াতেও কোনো নজরকাড়া বা দলে ডাক পাওয়ার মতো ইনিংস খেলতে পারেননি।

তবুও তাকে দলে ডেকেছিলেন মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। অধিনায়ক সাকিব আল হাসানেরও নাকি সেই ডাকে সায় ছিল। দলে ডাক পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেননি সাব্বির। এই কথা পুরোপুরি ঠিক নয়, সাব্বির সুযোগটা কাজে লাগিয়েছেন! তবে সেটা টিকটকে। মাঠের খেলায় সুযোগ কাজে লাগানোর কোনো চেষ্টায়ই তাকে করতে দেখা যায়নি।

ওপেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সুযোগ পেয়েও তিনি কিছুই করতে পারেননি। তারপরও নিজের এ নিয়ে কোনো আক্ষেপ নেই উল্টো তিনি দেশে ফিরেই লাইভে এসে গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝারলেন, দোষ চাপালেন।

তিনি বলেন, ‘এটা কিন্তু (টিকটক) অনেক বড় কোনো ইস্যু না। কিন্তু সাংবাদিক ভায়েরা বিষয়টাকে যেভাবে তুলে ধরেছেন, মনে হচ্ছে খুব বড় অপরাধ করে ফেলেছি।’

সাব্বির আরও বলেন, ‘দিনশেষে কিন্তু আমার পরিবার আছে, সবারই আছে। এমন সংবাদে অনেক পরিবারই কষ্ট পায়। আমার আব্বু-আম্মু আছে, বউ আছে, বন্ধুবান্ধব আছে। টিকটক নিয়ে এত আলোচনার তো কিছু নেই। তো আশা করব, আপনারা এসব নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকবেন।’

সাব্বির বলেন, ‘টিকটক ছাড়াও সাংবাদিকদের নিউজ করার জন্য আরও অনেক টপিক আছে। এ নিয়ে তিনি বলেন, দেশে তো নিউজের কমতি নেই। বিশ্বকাপ নিয়ে যদি বলি। বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, এখানে আমার ইমোশন নেই। ঢাকা প্রিমিয়ার লিগ আর ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলার কারণেই কিন্তু আমাকে দলে নিয়েছিল। ৪ ম্যাচে খারাপ করেছি। সেই কারণে বাদ পড়েছি। এটা নিয়ে আমি অখুশি না।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর