ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আজ কি জেগে উঠবে শ্রীলঙ্কা?
অনলাইন ডেস্ক

নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে শ্রীলঙ্কার। এমন হারে নেট রান রেটে খুবই বাজে অবস্থা, -২.৭৫০। একেবারে তলানিতে থাকা শ্রীলঙ্কাকে মূল পর্ব মানে সুপার টুয়েলভে উঠতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টায় শ্রীলঙ্কার সামনে সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচ দিয়েই কি জেগে উঠবে দাসুন শানাকারা? তবে নিশ্চিতভাবে চাপে এশিয়ার চ্যাম্পিয়নরা। নামিবিয়াকে দেখে সাহসী হয়ে উঠেছে আমিরাত। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করে হার তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চকর লড়াই যে হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

আপাতত শ্রীলঙ্কার লক্ষ্য শেষ দুটি ম্যাচই জেতা। দলের বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে বললেন, ‘আমরা প্রথম ম্যাচ হেরে গেছি। এখন আমাদের সামনে একটাই পথ খোলা, জিততে হবে, আমাদের পরের দুটি ম্যাচ জিততেই হবে। এই দুটি ম্যাচে আমরা আমাদের শতভাগের চেয়েও বেশি দিবো, অবশ্যই।’

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর