ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টি-২০ বিশ্বকাপ
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চামিরাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক
দুশমন্থ চামিরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা। পায়ের পেশির চোটে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারবেন না দলটির পেসার দুশমন্থ চামিরা।

ভিক্টোরিয়ার জিলংয়ে মঙ্গলবার (১৭ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার ৭৯ রানের জয়ে বড় অবদান রাখেন চামিরা। প্রতিপক্ষকে ৭৩ রানে গুঁড়িয়ে দিতে তিনি ১৫ রানে নেন ৩ উইকেট। প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে উইকেট ৩টি নেন চামিরা। কোটার শেষ ওভারে পঞ্চম বল করার পর পায়ে সমস্যা অনুভব করেন তিনি। তাই ওভার শেষ না করেই মাঠ ছাড়েন ৩০ বছর বয়সী পেসার।

ম্যাচের পর শ্রীলঙ্কা দলের মেডিকেল বিভাগের প্রধান অর্জুনা ডি সিলভা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেন, নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া যাবে না চামিরাকে। টুর্নামেন্টের বাকি অংশেও তার খেলা নিয়ে জেগেছে সংশয়।

চোট সমস্যায় আছেন দলটির আরও দুই খেলোয়াড় দানুশকা গুনাথিলাকা ও প্রমোদ মাদুশান। গুনাথিলাকা ছিলেন না আমিরাত ম্যাচের দলে। দুইজনেরই হ্যামস্ট্রিংয়ে স্ক্যান করার কথা রয়েছে। শ্রীলঙ্কার চিকিৎসক দল আশা করছে, মাদুশানের চোট গুরুতর নয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে দ্বিতীয় স্থানে নামিবিয়া। তাদের সমান পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে তিনে। আমিরাতের পয়েন্ট শূন্য। গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার টুয়েলভ পর্বে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর