ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল আয়ারল্যান্ড
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারাল আয়ারল্যান্ড। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো আয়ারল্যান্ডের। ‘বি’ গ্রুপে এখন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে তিন দলেরই জয় একটি করে।

কুর্তিস ক্যাম্ফার আর জর্জ ডকরেলের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জেতে যায় আয়ারল্যান্ড। ম্যাচ জেতানো এই জুটিতে তারা বল খেলেছেন মাত্র ৫৭টি।

ক্যাম্ফার ৩২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। আর ডকরেল ২৭ বলে করেন ৩৯ রান। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে ১৭ বলে ২০ আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ১২ বলে ১৪ রান।

বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় স্কটল্যান্ড। শুরুতেই জর্জ মুনসেক এক রানে আউট হন। এরপর আরেক ওপেনার জোনস দায়িত্বশীল ব্যাটিং করেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ৫৫ বলে ৮৬ রানের ইনিংস খেলেন।

এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ রান করেন। আর মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৬ রান তোলে দলটি।

আইরিশ বোলারদের মধ্যে ২ ওভারে ৯ রান দিয়ে কুর্তিস ক্যাম্ফার নেন ২টি উইকেট।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর