ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেল শ্রীলঙ্কা। দাসুন শানাকার দলের দেওয়া ১৬৩ রানের টার্গেটে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি ডাচরা।

ওপেনার ম্যাক্স ও'ডাউড ৫৩ বলে ৭১ রানে অপরাজিত ইনিংস খেললেও যোগ্য সঙ্গীর অভাবে জয়ের দুয়ারে গিয়েই থামতে হয়েছে ডাচদের। উত্থান-পতনের খেলায় শেষ ওভারে নেদারল্যান্ডসের দরকার ছিল ২৩ রান। তবে শেষওভারে ডাচরা তুলতে পেরেছেন মাত্র ৬ রান। ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লঙ্কানরা।

বল হাতে ডাচ শিবিরে ধস নামান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। আর মাহেশ থিকসানা নিয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবে শুরুতেই ওপেনার পাথুম নিসাঙ্কাকে হারিয়ে খানিকটা ধীরে আগায় লঙ্কান ব্যাটিং। যদিও আরেক ওপেনার কুসাল মেন্ডিস হাল ধরেছিলেন, শেষ পর্যন্ত তিনি ৪৪ বলের ৭৭ রানের চকচকে ইনিংস খেলেছেন।

ধনাঞ্জয়া ডি সিলভা শূন্য রানে ফিরলে চারিথ আসালাঙ্কা নিয়ে হাল ধরেন মেন্ডিস। ৪৫ বলে তাকে নিয়ে গড়েন ৬০ রানের পার্টনারশিপ। আসালাঙ্কা ব্যক্তিগত ৩১ রানে ফিরলে ভানুকা রাজাপাকসেকে নিয়ে ১৯ বলে ৩৪ রানে জুটি গড়েন মেন্ডিস। 

সবমিলিয়ে মেন্ডিসের প্রায় একক চেষ্টায় ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে লঙ্কানরা।

ডাচদের হয়ে পল ভন মাকেরেন ও বাস ডি লিড নিয়েছেন ২টি করে উইকেট।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর