ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারত-পাকিস্তান ম্যাচে ‘আতঙ্ক’ বৃষ্টি
অনলাইন ডেস্ক

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তবে সুপার সানডেতে এই মহারণের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস বলছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে মেলবোর্ন। দুপুরের পর ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাই ম্যাচ নিয়ে শঙ্কা রয়ে যায়।

প্রকৃতির উপর তো মানুষের হাত নেই। তাই বাবররা এসব না ভেবে জানিয়েছেন প্রস্তুত থাকার কথা। একই কথা বলেছেন রোহিত শর্মাও। তার ভাষ্য যেটা তাদের হাতে নেই সেটা নিয়ে চিন্তা না করে যেটা হাতে আছে সেটা নিয়ে চিন্তা করা উচিৎ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর