ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিপাকে পাকিস্তান: বাবরের পর রিজওয়ানকেও প্যাভিলিয়নে পাঠালেন অর্শদীপ
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের টানটান উত্তেজনার ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের।

প্রথমেই পথের বড় দুটি কাঁটা সরিয়ে ফেলেছে ভারত। বাবর আজমের পর অর্শদীপ সিং আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে তার বাউন্সে হুক করতে গিয়ে ফাইন লেগে ভুবনেশ্বর কুমারের ক্যাচ হন রিজওয়ান। ১২ বলে মাত্র ৪ রান করেন এই ওপেনার। ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নেই পাকিস্তানের।

এর আগে, প্রথম বলেই বাজিমাত করেন অর্শদীপ সিংয়ের। নতুন বল হাতে ভুবনেশ্বর কুমার প্রথম ওভারে দেন মাত্র ১ রান। বল হাতে নেন অর্শদীপ। ফুল, স্টেইট বল সোজা লাগে বাবর আজমের প্যাডে। এলবিডব্লিউর আবেদন করেন অর্শদীপ, আম্পায়ার মারাইস এরাসমাস আঙুল তুলে দেন। রিভিউ নেন বাবর, কিন্তু সিদ্ধান্ত পাল্টাতে পারেননি পাকিস্তান অধিনায়ক। গোল্ডেন ডাক মেরে বিদায় নিলেন বাবর।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর