ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ম্যাচের আগে সাকিব যা বললেন
অনলাইন ডেস্ক

ফর্মে বাংলাদেশ ভালো নেই বলাই যায়। তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের আগে এটুকু স্বস্তি যে শুরুর ম্যাচটা অপেক্ষাকৃত সহজ দলের বিপক্ষেই। তাই টাইগারদের দিকেই ঝুঁকে আছে জয়ের পাল্লা।

ম্যাচের আগের দিন তবুও সাকিব শোনালেন প্রতিপক্ষের বড় ছোট নেই। সবাই তার চোখে সমান ও গুরুত্বপূর্ণ। 

সাকিব বলেন, ‘আমরা এভাবে চিন্তা করি না। সব ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সব ম্যাচ থেকেই ২ পয়েন্ট পাওয়ার আছে। আমরা প্রতি ম্যাচই জেতার জন্য খেলতে নামব। এ বিশ্বকাপে কোনো দুর্বল ও সহজ দল নেই, যেমনটা আপনারা কোয়ালিফায়ারে (প্রথম রাউন্ড) দেখেছেন। যে দলকে আপনারা হয়তো ভেবেছেন জিতবে, তারা জিততে পারেনি। নিজেদের সেরা প্রস্তুতি নেওয়াই একমাত্র পথ। যাতে আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি।’ 

ক্যাপ্টেনের ভাষায়, ‘বিশ্বকাপে আমাদের যে পাঁচটা ম্যাচ আছে (গ্রুপ পর্বে), এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। সেটাই থাকা উচিত। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা সবার সঙ্গে একই থাকবে। প্রস্তুতি বা চিন্তাতে কোনো পরিবর্তন আসবে না। আর তারা (নেদারল্যান্ডস) কিন্তু কোয়ালিফাই করে যোগ্য দল হিসেবেই এসেছে।’

সাকিব জানালেন সবাই সবার কাজটা ঠিকঠাক করতে পারলেই দল ভালো করবে ‘কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে কোনো নির্দিষ্ট কাজটাই করতে হবে, এমন হলে খেলোয়াড়ের জন্যই কষ্টকর। আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই যে একে প্রথম ৬ ওভার ব্যাটিং করতে হবে, একে পরের ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে এবং এ দুই-তিনজনকে শেষ ৩ থেকে ৫ ওভার ব্যাটিং করতে হবে। আমাদের ওরকম কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। যখনই যে পরিস্থিতি আসবে দলের প্রয়োজন অনুযায়ী, সে যদি তখন পারফরম্যান্সটা করতে পারে, আমাদের জন্য সেটাই যথেষ্ট।’ 

সাকিবের চোখে টি-টোয়েন্টি অনেকটা খোলা মনের খেলা। তিনি বলেন ‘টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, এখানে আপনি যত বেশি ওপেন মাইন্ডেড থাকবেন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন যত তাড়াতাড়ি... কারণ খেলাটা খুব তাড়াতাড়ি বদলায়। সেটির সঙ্গে মানিয়ে নেওয়াটাও দ্রুত হওয়া দরকার। সেটা যদি হতে পারে, তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় আমাদের ভালো করা সম্ভব।’ 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর