ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাকিবের ওভারে দুই রান আউট
অনলাইন ডেস্ক

উদ্বোধনী ব্যাটিং নিয়ে দুর্ভাবনা ছিল অনেকদিনের। তারাই শুরুতে এনে দিলেন স্বস্তি। ৩০ ম্যাচ পর বাংলাদেশ পেল ৪০ ছাড়ানো উদ্বোধনী জুটির দেখা। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে ব্যাটারদের বাকি কাজটুকু করতে হতো এরপর। উল্টো ভেঙে পড়ল টপ অর্ডার, ২০ রানেই হারাল চার উইকেট। এরপর লড়লেন আফিফ হোসেন, শেষ করে আসতে পারলেন না অবশ্য। শেষদিকে ঝড় তুলেন মোসাদ্দেক হোসেন।

হোবার্টের বেলারিভে স্টেডিয়ামে সোমবার নেদারল্যান্ডসের সামনে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে টাইগাররা।  

ব্যট হাতে শুরুটা মোওে ভালো হয়নি নেদারল্যান্ডসের। ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডস ওপেনার বিক্রমজিৎ সিংয়ের ব্যাটে লেগে বল যায় ইয়াসির আলী রাব্বির হাতে। নিচু ক্যাচ হওয়ায় আম্পায়ার রিভিউ দেখে সিদ্ধান্ত জানান। পরের বলে বাস ডি লিডকে পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান ডানহাতি পেসার। ওই ওভারে মাত্র ৩ রান দেন তাসকিন।

চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব আল হাসান। প্রথম বলেই ছক্কা হজম করেন। ম্যাক্স ও’ডাউডের কাছে ছক্কা খান টাইগার অধিনায়ক। পরের বলে ডাচ ব্যাটসম্যান দ্বিতীয় রান নিতে গেলে কলিন অ্যাকারম্যান তাকে ফিরে যেতে বলেন। ততক্ষণে আফিফ হোসেনের থ্রো থেকে নন স্ট্রাইকে স্টাম্প ভেঙে দেন সাকিব। ও’ডাউড ৮ রানে বিদায় নেন।

চতুর্থ বলে টম কুপার (০) হন রান আউট। তৃতীয় রান নিতে গিয়ে স্ট্রাইকিং প্রান্তে নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে রান আউট হন নাজমুল হোসেন শান্ত।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর