ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমার পারফরম্যান্স নয়, ম্যাচ জিতেছি এটাই গুরুত্বপূর্ণ: শান্ত
অনলাইন ডেস্ক
নাজমুল হোসেন শান্ত (ফাইল ছবি)

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তর নাম আসার পর থেকেই শুরু হয়েছিল সমালোচনা। সেই সমালোচনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল ত্রিদেশীয় সিরিজে শান্তর পারফরম্যান্সে। তবে সবসময় তার পাশে ছিল টিম ম্যানেজমেন্ট। একইসাথে দলের অধিনায়ক এবং বাকি সব সদস্যই দিয়েছেন সমর্থন।

কঠিন সময় কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রবিবার ব্যাট হাতে কিছুটা জবাব দিয়েছেন শান্ত। একশোর বেশি স্ট্রাইকরেটে করেছেন ২৫ রান। কিন্তু ম্যাচ জয়ের পর শান্ত জানিয়েছেন, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ জিতেছি এটাই গুরুত্বপূর্ণ।

শান্ত বলেন, 'আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ আমরা জিতেছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো একটি শুরু হয়েছে। সামনের ম্যাচগুলোও আমরা এভাবে ভালো খেলার চেষ্টা করব।'

শান্তর ভাষ্যে, 'প্রথম থেকেই টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক সবাই অনেক সমর্থন দিয়েছে এবং সবাই একসাথে আছেন। একজন আরেকজনকে সহযোগিতা করছে, একজন আরেকজনের সাফল্যটাও উপভোগ করছে, কেউ খারাপ করলে পাশেও থাকছে। সব মিলিয়ে দলের পরিবেশ খুবই ভালো।'

শান্ত যোগ করেন, 'অধিনায়ক ইতিবাচক, তিনি এই বিশ্বাসটা আমাদের দিয়েছেন এবং আমাদের সবার এই বিশ্বাসটা ছিল। যে দলটা নিয়ে আমরা এখানে এসেছি এই দলটা নিয়ে ভালো করা সম্ভব। সেই বিশ্বাসটা নিয়েই আমরা মাঠে এসেছি।'

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর