ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আইসিসির ভুলে নিউজিল্যান্ড হয়ে গেল বাংলাদেশ!
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের অবস্থা কী দাঁড়াল সেটাই প্রকাশ করা হয়েছে ‘আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ’ নামক ভেরিফায়েড ফেসবুকে।

আর সেই তালিকা প্রকাশ করতে গিয়েই বিপাকে পড়েছিল আইসিসি। তড়িঘড়ি করা সেই তালিকায় ‘বি’ গ্রুপের সব দলের নাম ও পয়েন্ট ঠিক থাকলেও উল্টে যায় এ গ্রুপের হিসেব।

‘এ’ গ্রুপে দেখা যায় বাংলাদেশের পতাকার সামনে লেখা আছে নিউজিল্যান্ড। আবার পয়েন্ট দেওয়া আছে বাংলাদেশের। সেভাবেই ভারতের পতাকার সামনে লেখা শ্রীলঙ্কার নাম। সাউথ আফ্রিকার পতাকার সামনে লেখা ইংল্যান্ড। জিম্বাবুয়ের পতাকার সামনে আফগানিস্তান, পাকিস্তানের সামনে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের পতাকার সামনে অস্ট্রেলিয়া!

পরে অবশ্য ভুল শুধরে নিয়েছে আইসিসি। ঠিক করেই প্রকাশ করা হয়েছে দুই গ্রুপের পয়েন্ট তালিকা। তবে ভুল শোধরানোর আগেই নেট দুনিয়ায় আইসিসির এমন কাণ্ড নিয়ে হাসির রোল পড়েছে।

অবশ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন কাণ্ড এবারই প্রথম নয় এর আগেই দেশ আর পতাকার এমন গড়মিল বেশ কয়েকবার হয়েছে। এমনকি তারা সাকিবের দেশ-পরিচয়ও পাল্টে দিয়েছিল!

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর