ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাদ পড়লেন রাব্বি, একাদশে মিরাজ
অনলাইন ডেস্ক
মেহেদী হাসান মিরাজ।

অস্ট্রেলিয়ার সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হোবার্টে ডাচদের হারিয়ে দারুণ ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা। এবার সাকিবদের সিডনি জয়ের মিশন। 

খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। তবে এদিন টস ভাগ্য সহায় হয়নি সাকিব আল হাসানের। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়িক টেম্বা বাভুমা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ব্যাটিং নেওয়ার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, আমরা ব্যাট করবো। মনে হচ্ছে এটাই আমাদের দলের জন্য ভালো। উইকেট কিছুটা শুষ্ক লাগছে এবং আমাদের দলে একজন বাড়তি স্পিনার আছে। কুইন্টন ভালো বল পেটাচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরও ভালো খেলার চেষ্টা করবো।

টস জিততে পারলে সাকিব আল হাসানও আগে ব্যাটিং করতেন বলেই জানালেন। তিনি বলেন, আমরাও প্রথমে ব্যাট করতাম। তবে রান তাড়া করতে সমস্যা নেই কারণ বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা একজন বাড়তি স্পিনার নিয়ে খেলবো, হোবার্টের চেয়ে এখানে আলাদা পিচ। আমরা সব বিভাগেই উন্নতি করতে পারি। আজ নিজেদের প্রকাশ করার পালা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিততে ৪০ ওভার ভালো খেলতে হবে আমাদের।

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা-

কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনর্খি নর্কিয়ে, তাবরাইজ শামসি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর