ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশের পাঁচ রান পেনাল্টি
অনলাইন ডেস্ক

সিডনিতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। বল হাতে টাইগারদের শুরুটা দুর্দান্ত হলেও রাইলি রুসোর আগ্রাসী ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। ৩০টি বল খেলে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি উদযাপন করেন রুসো।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১১২ রান।

প্রথম ওভারে ২১ রান দিয়েছেন সাকিব আল হাসান। ১১তম ওভারে বল হাতে নেন বাংলাদেশের অধিনায়ক। তাকেও ছাড় দেননি রাইলি রুসো। চতুর্থ বলে লং অন দিয়ে চার মারেন রুসো। পরের দুটি বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে সীমানা ছাড়া করেন বাঁহাতি ব্যাটসম্যান। শেষ বলটি ছিল নো বল, ফ্রি হিটে রুসো ডিপ স্কয়ার লেগে ক্যাচ হলেও মাঠ ছাড়তে হয়নি।

এদিকে সাকিব আল হাসানের ওভার শেষ হওয়ার আগেই নিজের পজিশন বদল করেছেন লিটন দাস। শাস্তি হিসেবে দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে যোগ হয় পাঁচটি রান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর